Posts

Life Story of APJ Abul Kalam - এপিজে আবুল কালাম

 "ছাত্রজীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম।  কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী।"  হ্যাঁ বন্ধুরা আমি আকিব "জীবনের সন্ধানে" ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ এই রকেট বিজ্ঞানীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি আপনার জীবনকে বদলে দিতে ও অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে।  তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই ইনি কে এবং এনার সংক্ষিপ্ত পরিচয়।  ইনি হলেন "মিসাইল ম্যান অফ ইন্ডিয়া" এপিজে আবুল কালাম। আবুল পাকির জয়িনুল আবেদিন আব্দুল কালাম ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি।  তিনি ১৯৩১ সালের ১৫ই অক্টোবর, বৃহস্পতিবার, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি অর্থাৎ অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও লোকাল মসজিদের ইমাম এবং মাতা আসি আম্মা ছিলেন গৃহবধূ। তিনি রামনাথপুরমের স্কোয়ারটস উচ্চ বিদ্যালয় থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করার পর পদার্থবিদ্যা বিষয়ে নিয়ে টিরুচিরাপল্লির সেন্ট জোসেফ'স কলেজ থেকে স্নাতক হন এবং বিমান প্রযুক্তিব